আমাদের পণ


সকালে উঠিয়া আমরা মনে মনে বলি,
সারাদিন যেন কোন খারাপ খবর না শুনি।
আমাদের দেশ যারা করে থাকে শাসন,
তারা যেন সে কাজ করে ভালো মনে।
দেশকে তারা যেন খুব ভালবাসে,
হানাহানি মারামারি যেন না থাকে।
শান্তি ও সুখে যেন বাস করতে পারি,
তারা যেন এই দিকে খেয়াল রাখে বেশি।
দুর্নীতি, ঘুষ যেন নাহি থাকে দেশে,
অকল্যাণ থেকে যেন সবে থাকে দূরে।
দেশের সব মানুষ যেন সুখী হয়,
মিথ্যে কথা কভু যেন নাহি কেউ কয়।
হিংসে ঘৃনা থেকে যেন দূরে সরে থাকি,
লেখাপড়া আর কাজে যেন নাহি দিই ফাঁকি।
দুখী যেন নাহি হই এই দেশে মোরা,
সর্বদা এই কথা বলি মনে মনে। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হাস্য-কৌতুকের আসর

আন্তর্জাতিক নারী দিবস ও নারীর অধিকার 

স্বাধীনতার মাসঃআমাদের অঙ্গীকার