পোস্টগুলি

মে, ২০১২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আমাদের পণ

সকালে উঠিয়া আমরা মনে মনে বলি, সারাদিন যেন কোন খারাপ খবর না শুনি। আমাদের দেশ যারা করে থাকে শাসন, তারা যেন সে কাজ করে ভালো মনে। দেশকে তারা যেন খুব ভালবাসে, হানাহানি মারামারি যেন না থাকে। শান্তি ও সুখে যেন বাস করতে পারি, তারা যেন এই দিকে খেয়াল রাখে বেশি। দুর্নীতি, ঘুষ যেন নাহি থাকে দেশে, অকল্যাণ থেকে যেন সবে থাকে দূরে। দেশের সব মানুষ যেন সুখী হয়, মিথ্যে কথা কভু যেন নাহি কেউ কয়। হিংসে ঘৃনা থেকে যেন দূরে সরে থাকি, লেখাপড়া আর কাজে যেন নাহি দিই ফাঁকি। দুখী যেন নাহি হই এই দেশে মোরা, সর্বদা এই কথা বলি মনে মনে। 

ভাইকে লেখা ছোট বোনের চিঠি

শ্রদ্ধেয় ভাইয়া, আসসালামু আলাইকুম। আশা করি ভাল আছ। আমিও আল্লাহর রহমতে ও তোমার দোয়ায় এক প্রকার ভাল আছি। আম্মুও ভাল আছে। আর আব্বুর সাথে নিশ্চয় ফোনে কথা হয়েছে। আব্বুর স্বাস্থ্যও মোটামুটি ভাল। ভাইয়া তুমিতো অনেক দিন বাড়িতে আস না। তোমার অনেক ব্যস্ততা তাই না। ভাইয়া জান, তোমার লাগানো দেবদারু গাছগুলোতে আমি নিয়মিত পানি দিই। সেগুলো বেশ বড় হয়েছে। তোমার প্রিয় অজুন গাছ ও নিম গাছগুলোতে এখন আর পানি দেয়া লাগে না।কারন সেগুলো অনেক বড় হয়ে গেছে। ভাইয়া একটি সত্যি কথা বলি, তোমার গাছ গু্লোতে যখন পানি দিই না তখন তোমার কথা খুব মনে পড়ে। শেষবার এসে  তুমি ঢাকায় চলে যাবার সময় আম্মু তোমাকে কিভাবে হসি মুখে বিদায় দিয়েছিলে মনে আছে? তুমি হয়ত খেয়াল করনি আমি ছবি তুলে রেখেছিলাম। বাড়িতে আসলে তোমাকে দেখাব। তোমাকে বিদায় দিয়ে ঘরে এসে আম্মুর বেশ কেঁদেছিল যা আমি দূর থেকে দেখেছি। ইয়া আল্লাহ, তোমাকেতো বলাই হয়নি আমার লাল মুরগিটা এখন ডিম দিচ্ছে। তোমার জন্যও কিন্তু ডিম রাখব। বাড়িতে আসলে তুমি খাবে। শোন এবার বাড়িতে আসলে কিন্তু আমাকে রজনীগন্ধা এবং শিউলী ফুল গাছ কিনে দিতে হবে। ভাইয়া, দাদীর লাগনো মিষ্টি